আন্তর্জাতিক

চরমপন্থীদের হামলায় পাকিস্তানে নিহত ২০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খায়বার পাখতুনখোয়া প্রদেশে একটি সামরিক চৌকিতে চরমপন্থীদের হামলায় ২০ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার দেরা ইসমেইল খান শহর থেকে ৬০ কিলোমিটার দূরে এবং আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত দারাবান শহরে হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি চৌকিটির ভেতরে ঢুকিয়ে দেয় এবং পরবর্তীতে গোলাগুলি শুরু করে।

আহতদেরকে দেরা ইসমাইল খান শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তাভ বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে অনেকেই বেসামরিক পোশাকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আমরা নির্ণয় করার চেষ্টা করছি সকলেই কি সামরিক বাহিনীর সদস্য কিনা।

চরমপন্থী গ্রুপ তেহরিক-ই-জিহাদি পাকিস্তান হামলার দায় স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d