চট্টগ্রাম

চরের মতো চট্টগ্রাম প্রেস ক্লাব দখলের চেষ্টা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চট্টগ্রাম প্রেস ক্লাবে দফায় দফায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ স্মারকলিপি দেয়। এ সময় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত গত ৫ আগস্ট ক্লাবের বিভিন্ন কক্ষে হামলা চালায়। ক্লাবের বিভিন্ন নথিপত্র ও নগদ টাকা লুট করে। দুর্বৃত্তদের ক্লাবের সিসিটিভি ফুটেজ দ্বারা শনাক্ত করা গেছে। বিষয়টি সেনাবাহিনীসহ প্রশাসনকে জানানো হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বৈঠকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সোমবার বিকেলে সদস্যরা ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করেন। এর ঘণ্টা খানেক পর দুর্বৃত্তরা আবারও মূল ফটকের গ্রিল ভেঙে ক্লাব ভবনের চতুর্থ তলায় প্রবেশের চেষ্টা করে। এ সময় ক্লাব অভ্যন্তরে শতাধিক সদস্য অবস্থান করছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে চর দখলের মতো দুর্বৃত্তরা চট্টগ্রাম প্রেস ক্লাব দখলের চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে স্মারকলিপিতে তাঁরা বলেন, ক্লাবের ইতিহাসে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। একইসঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে আসছে ওরা। পুরো বিষয়টি খুবই দুঃখজনক ও উদ্বেগজনক বটে।

উল্লেখ্য, ১০ তলাবিশিষ্ট চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে দুটি গণমাধ্যম, একটি হজ কাফেলা, একটি আর্কিটেকচারাল অফিস, একটি মোবাইল কমিউনিকেশন অফিস এবং নিচতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বাতিঘর নামে বই বিপণিকেন্দ্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d