চট্টগ্রাম

‘চলে গেছে’ রেমাল, বাড়ি ফিরছে মানুষ

প্রবল ঘূর্ণিঝড় রেমালের রাতে চট্টগ্রামের বিভিন্ন ‘ঝুঁকিপূর্ণ’ এলাকার ১২ হাজার মানুষ অবস্থান নিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে। তবে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ চলে যাওয়ার পর ‘মহাবিপদ সংকেত’ কেটে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন তারা।

সোমবার (২৭ মে) দুপুর ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয়ের জন্য খোলা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত উচ্চমান সহকারী হাসিবুল হাসান।

তিনি বলেন, ‘আজ সকাল ১০টার সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে প্রস্তুত রাখা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শনিবার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ১২ হাজার ৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদেরমধ্যে ৫ হাজার ১১৭ জন পুরুষ, ৫ হাজার ৫৪ জন নারী, ১ হাজার ৮২২ জন শিশু এবং ১৩ জন প্রতিবন্ধী ছিল। এছাড়াও, গবাদি পশু ছিল ৬৯৬টি।’

তিনি আরও বলেন, ‘তবে এখন রেমালের পরিস্থিতি স্বাভাবিক। এছাড়া চট্টগ্রামে সতর্ক সংকেত কমিয়ে আনা হয়েছে। তাই আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজেদের বাড়িতে ফিরছেন।’ তবে কতজন মানুষ এ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে ছেড়েছেন তার সঠিক সংখ্যা জানা নেই বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d