দেশজুড়ে

চাঁদপুরে চিপস কিনতে গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের একটি দোকান থেকে চিপস নিয়ে বাড়িতে রওনা হয় ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬) নামে দুই শিশু। পথে তারা নিখোঁজ হয়।

পরবর্তীতে তাদের মরদেহ মিলে বাড়ির পাশের পুকুরে।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক হাওলাদার বাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের স্বজনরা জানান, বিকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলে তাদের সন্ধান মিলে। জালে উঠে আসে দুই শিশুর মরদেহ।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। এই ধরনের ঘটনায় ওই বাড়ির লোকজন খুবই শোকাহত।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গুপীনাথ।

তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d