পার্বত্য চট্টগ্রাম

চাঁদাবাজির নগদ ৫ লাখ টাকাসহ আঞ্চলিক দলের দুই কালেক্টর আটক

রাঙামাটি শহরের ব্যবসায়ির কাছ থেকে নগদ ৫ লাখ টাকা চাঁদাবাজি করে নিয়ে যাওয়ার সময় দুই চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে রাঙামাটির মানিকছড়ির চেকপোষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন চক্রবর্তী।

আটকরা হলো: খাগড়াছড়ি জেলা সদরের নারান খায়া গ্রামের কনক বরন চাকমার সন্তান সুমিত চাকমা(৩৭) ও বগুড়া জেলার জোরগাছা হাটের মেগাগাছা গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের সন্তান মো: মেহেদী হাসান রকি(৩৫)। এরা প্রসিত খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)র অন্যতম প্রধান চাঁদা কালেক্টর অর্কিড চাকমার একান্ত সহকারী এবং তার জন্যই উক্ত চাঁদার টাকাগুলো নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

সূত্রমতে অধিকার আদায়ের নামে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা পাহাড়ের আঞ্চলিকদলগুলো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রতিদিনই কোটি কোটি টাকা চাঁদাবাজি আদায় করছে। এই চাঁদার টাকা আদায়ে এবং আধিপত্য বিস্তারে প্রতিনিয়তই ভ্রাতৃঘাতি সংঘাতসহ সশস্ত্র হামলা, অপহরণ, গুম-খুন থেকে শুরু করে রক্তের হোলি খেলায় মেতে থাকে অত্রাঞ্চলের উপজাতীয় সন্ত্রাসীরা। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাদের নিজস্ব উৎপাদিত পন্য আদা-হলুদ থেকে শুরু করে হাসঁ-মুরগী পালনেও আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের চাঁদা দিতে হচ্ছে প্রতিনিয়ত।
পুলিশ জানায়, সুমিত চাকমা ও রকি রাতের বেলায় মানিকছড়ি চেকপোষ্টের সামনে গাড়ির জন্য অপেক্ষারত ছিলো। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দু’জনকে আটক করে তল্লাসী চালিয়ে ৫ নগদ টাকা পায়। এই টাকাগুলো চাঁদা হিসেবে আদায় করে নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানিয়েছেন, দুইজন চাঁদাবাজকে নগদ ৫ লাখ টাকাসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে আরো বিশদ তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, আটককৃতরা ইউপিডিএফ এর কেউ নয় উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউপিডিএফ। সংগঠনটির রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রাঙামাটির মানিকছড়ি এলাকা থেকে আটক হ্ওয়া সুমিত চাকমা (৩৭) ও মেহেদি হাসার রকি (৩৮) দু’জনই একটি প্রাইভেট কোম্পানির কর্মচারি বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। তারা ইউপিডিএফের কোন সদস্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d