চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সড়কে গ্রাম পুলিশের সদস্যরা
চাকরি জাতীয়করণের এক দফা দাবি আদায়ে সড়কে নেমে এসেছেন গ্রাম পুলিশের সদস্যরা।
রোববার (১৮ আগস্ট) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে প্রায় অর্ধসহস্রাধিক গ্রাম পুলিশের সদস্যদের বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায়।
দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। এতে পল্টন থেকে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া গ্রাম পুলিশের সদস্যরা বলেন, তারা দিন-রাত ডিউটি করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন। তাই তারা তাদের চাকরি জাতীয়করণ চান।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানান। এমনকি প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।