চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ঘোষণা
চাকরি জাতীয়করণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা কাজে নিয়োজিত আনসার সদস্যরা। বাহিনীর পোশাক পরেই তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে নগরের খুলশী থানার ফয়’স লেক এলাকার রেঞ্জ অফিস এবং জুমার নামাজের পর নগরের কোতোয়ালী থানাধীন জেলা কমান্ড্যান্ট কার্যালয় ঘেরাও করে তারা বিক্ষোভ করেন।
জানা যায়, শুক্রবার সকাল থেকে সরকারি-বেসরকারি অফিসে পদায়িত সাধারণ আনসারা দলে দলে ফয়স লেক রেঞ্জ কমান্ড্যান্ট কার্যালয়ে জড়ো হন। এ সময় চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কাস্টমসসহ বিভিন্ন বেসরকারি ডিপো, বিদ্যুৎকেন্দ্র থেকে বিক্ষোভে অংশ নেন। একইভাবে জুমার নামাজের পর দুপুর ২টার দিকে কয়েক হাজার আনসার সদস্য আসকার দীঘির পারে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে জড়ো হন। জাতীয়করণের এক দফা দাবিতে স্লোগান দিয়ে তারা জেলা কমান্ড্যান্টের কাছে তাদের দাবি উপস্থাপন করেন।
এ সময় বেলায়েত উল্লাহ নামে একজন আনসার সদস্য বলেন, ‘আমরা প্রশিক্ষিত আনসার সদস্য। নিরাপত্তার স্বার্থে আমরা সশস্ত্র পাহারা দিই। পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে আমরাও একসাথে দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না।’
আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, ‘আমাদের কাছে আসার পর আমরা তাদের কথা শুনেছি। তাদের দাবি ইতোমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়ের বরাবরে পাঠিয়ে দিয়েছি।’