চট্টগ্রাম

চান্দগাঁওয়ে টিসিবির পণ্যসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে টিসিবির ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন ও ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে মোহরার কোম্পানি বাড়ির রাস্তার পাশের একটি গোডাউন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, রোববার রাতে অভিযান চালিয়ে টিসিবির ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল ও ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল জব্দ করা হয়েছে।

সেইসঙ্গে টিসিবির পণ্য বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোডাউন মালিক দেলোয়ার ও মো. মনিরসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d