চট্টগ্রামরাজনীতি

চান্দগাঁওয়ে যুবদলকর্মী খুন: আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে টার্ফ নিয়ে সংঘর্ষে যুবদলকর্মী জুবায়ের উদ্দিন বাবু খুনের ঘটনায় মো. তারেক (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

রবিবার দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানার বরিশালবাজার এলাকার রিয়াজ উদ্দিন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় দুজন গ্রেপ্তার হলো।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তারেককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও পাঠানিয়াগোদা এলাকায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে একটি টার্ফের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন ছুরিকাঘাতে আহত হন। তাদের মধ্যে জুবায়ের উদ্দিন বাবুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টার্ফের দখল নিয়ে নগর যুবদলের বিলুপ্ত কমিটির দুই নেতার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d