চার শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন উদ্বোধন করলেন এমপি নোমান আল মাহমুদ
বোয়ালখালী উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল ভবন উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে তিনি এসব উদ্বোধন করেন।
চার শিক্ষা প্রতিষ্ঠান হল— শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, বেঙ্গুরা সিনিয়র (আলিম) মাদ্রাসা, সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়।
বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন, শিক্ষার অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার। শুধু অবকাঠামো নয়, সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়াসহ শিক্ষার গুণগতমান উন্নয়নে শহর থেকে গ্রাম পর্যন্ত একই ক্যারিকুলামে কর্মমুখী শিক্ষা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, গত সাড়ে ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির সব ক্ষেত্রে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন, যা সারা পৃথিবীতে প্রশংসিত । তাই উন্নয়ন চলমান রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী প্রমুখ।