চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান বুধবার দিবাগত রাত ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রাতেই মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করবে।
এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানের বাসা থেকে বেরিয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
গত ২ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। সে সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেছিলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য সুপারিশ করে মেডিকেল বোর্ড।
প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ৩০ মার্চ রাতে অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।