চিকিৎসকের বিরুদ্ধে অধ্যাপিকার মেয়েকে যৌন হয়রানির অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৩০ অক্টোবর) নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেছেন ওই অধ্যাপিকা।
অভিযুক্ত চিকিৎসক মো. রাজু আহমেদ রাবি মেডিকেল সেন্টারের উপ-প্রধান চিকিৎসক। তার বাড়ি নাটোর জেলায়। আর ভুক্তভোগী মেয়ের বয়স ১৩ বছর।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদী সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালাইমারী আমেনা ক্লিনিকের নীচতলায় বিবাদীর চেম্বারে তার মেয়ের দাঁতের চিকিৎসা করানোর জন্য যান। একপর্যায়ে তার মোবাইল ফোনে কল আসলে তিনি কথা বলার জন্য বিবাদীর চেম্বার থেকে বাইরে বের হন। এমতাবস্থায় বিবাদী তার মেয়ের দাঁতের চিকিৎসা করাকালে ডেন্টাল চেয়ারে শোয়া অবস্থায় মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়।
এজাহারে আরও বলা হয়েছে, মেয়েটি এতে বিব্রত বোধ করলে বিবাদী মেয়েটির কোনোরুপ কথা না শুনে মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে বাদি ভেতরে প্রবেশ করলে তার মেয়েকে কান্নারত অবস্থায় পান এবং তিনি তার মেয়ের মুখে ঘটনার বিষয়ে বিস্তারিত শোনেন।
মামলার বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম ওনার মেয়েকে যৌন হয়রানির অভিযোগে একটা এজাহার দিয়েছিলেন। এজাহারটিকে আমরা নিয়মিত মামলা হিসেবে নিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক মো. রাজু আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।