চট্টগ্রাম

চুয়েটে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি

রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আসা বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শন করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বুধবার (২৬ জুন) চুয়েট টিএসসির সামনে রাখা ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি লাইব্রেরির পরিদর্শন বইতে মন্তব্য লেখেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাথা।

স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের মহান স্বপ্নদ্রষ্টা ও স্থপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আদর্শ, ত্যাগ, দেশপ্রেমিক চিন্তা ভাবনা ও বলিষ্ট নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নিজস্ব কারিগরি দক্ষতায় ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’ বাসটি প্রস্তুত করেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই উদ্যোগের সফলতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের উপউপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ।

সকাল থেকে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d