চুরি হওয়া রপ্তানি পণ্য উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের ডিপোতে পরিবহণের সময় রপ্তানিযোগ্য পোশাক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের পর শনিবার রাতে ২ হাজার ৮১১ পিস পোশাক উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কাউসার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগরীর পতেঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার আদমজী নগরের ‘এপিক গার্মেন্টস লিমিটেড’ থেকে একটি কাভার্ডভ্যানে করে রপ্তানি পোশাকের একটি চালান চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া এসএপিএল ডিপোর উদ্দেশে রওনা দেয়। চট্টগ্রামের ডিপোতে না পৌঁছে চালানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ১৫ নভেম্বর একটি মামলা হয় পতেঙ্গা থানায়।
মামলা দায়েরের পর পতেঙ্গা থানা পুলিশ অভিযানে নামে। অভিযানের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তারা নগরীর বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ও নিজস্ব সোর্সের সহায়তায় শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে চোরচক্রের মূলহোতা কাউসারকে গ্রেফতার করে।
এরপর তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কোতোয়ালি থানার রেলওয়ে সুপার মার্কেট ১ নম্বর গলির আহমেদ পার্সেল সার্ভিসের অফিস থেকে চুরি যাওয়া প্রায় ২ হাজার ৮১১ পিস পোশাক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ টাকা। কাউসারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার কাউসারকে আদালতে চালান দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।