চট্টগ্রামরাজনীতি

চেক প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির নেত্রী গ্রেপ্তার

চেক প্রতারণা মামলায় দণ্ডিত শাহিদা খানম নামে বিএনপির এক নেত্রীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকার মহব্বত আলী মালুমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহিদা খানম, একই এলাকার আলী মাঝির বাড়ীর মাহমুদ সেলিম খানের স্ত্রী। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সভাপতি ও বন্দর থানা সভাপতির দায়িত্বে আছেন।

গত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৮, ৩৭ ও ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, চেক প্রতারণার মামলায় প্রথম চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত শাহিদা খানমকে সাত মাসের কারাদণ্ডসহ চেক পরিমাণ সাত লাখ টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (আজ) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d