রাউজান

চোখের আলো ফিরে পাচ্ছে রাউজানের ৬৯ অসহায়

রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ৬৯ জন অন্ধ রোগীর চোখের ছানি অপারেশন করা হবে বিনামূল্যে। প্রথম ধাপে ২২ জনের এবং এক সপ্তাহ পর বাকিদের ছানি অপারেশন শেষ করা হবে।

আগামী ৫ নভেম্বর রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ৬৯তম জম্মদিন উপলক্ষে তাঁর ছেলে ফারাজ করিম চৌধুরী অনন্য এ উদ্যোগ নিয়েছেন।

এ উপলক্ষে গতকাল (২১ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এতে এ তথ্য জানান সংগঠন সভাপতি সাইদুল ইসলাম।

এসময় চোখের ছানি অপারেশন কমিটির আহ্বায়ক নোমাণ বিন আজিজি বলেন, শনিবার ৬৯ জন রোগীর মধ্যে ২২ জনকে চট্টগ্রাম নগেরর রয়েল চক্ষু হাসাপতালে ভর্তি করা হয়েছে দ। প্রথম ধাপে ২২ জনের চোখের ছানি অপারেশনের পর আগামী এক সপ্তাহের মধ্যে ৬৯ জনের ছোখের ছানি অপারেশন করার কার্যক্রম শেষ করা হবে।

তিনি বলেন, দরিদ্র পরিবারের রোগীদের চেখের ছানি অপারেশন ও তাদের থাকা খাওয়া, যাতায়াত এবং ওষুধের পুরো খরচ ফারাজ করিম চৌধুরী বহন করবেন।

তিনি আরও বলেন, অপারেশন কাজে সহায়তা করছেন নোয়াজিশপুরের বাসিন্দা রয়েল চক্ষু হাসপাতালের পরিচালক ডা. নারায়ণ চন্দ্র নাথ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সেন্টাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অনিক ভট্টাচার্য্য, আবিরুল ইসলাম ও মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d