চট্টগ্রাম

চোরকে পুলিশে দেওয়ায় ইউপি সদস্যের ওপর হামলা

চট্টগ্রামের আনোয়ারায় মোবাইল চুরির সময় স্থানীয়দের হাতেনাতে আটক ৩ চোরকে পুলিশে দেওয়ায় মো. জাহাঙ্গীর আলম নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ওপর হামলা করেছে আটককৃতদের স্বজনরা।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের পাঁচসিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম বৈরাগ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আহত জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার রাতে আমার এলাকার হাজী বাগিচা দেওয়ার আলী জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ সাদ্দাম ও জসিম উদ্দিনের মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোহাম্মদ কায়ছার (২৫), নুর মোহাম্মদ (৪৫), মেহাম্মদ মিজান (১৯)কে হাতেনাতে ধরে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে আটককৃত চোর মোহাম্মদ কায়ছারের ভাই মোহাম্মদ ফারুক সন্ধ্যা ৭টার দিকে লোকজন নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘ইউপি সদস্যের ওপর হামলার বিষয়ে কেউ আমাকে কিছু বলেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতার আটক দুই চোরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d