বিনোদন

ছবির এই শিশুকে চিনতে পেরেছেন, তিনি এখন এমপি ও জনপ্রিয় নায়িকা

ছবির এই শিশুকে চিনতে পেরেছেন, তিনি এখন এমপি ও জনপ্রিয় নায়িকা

তারকাদের জীবন নিয়ে এমনিতেই চর্চার শেষ থাকে না। আবার অভিনেত্রী যদি প্রেম-ভালোবাসা সম্পর্কের কারণে বারবার শিরোনামে উঠে আসেন, তাহলে তার প্রতি কৌতূহল ক্রমশ বাড়তে থাকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

প্রিয় তারকার ছোটবেলার বেড়ে উঠা, স্কুলজীবন, কলেজজীবন, ছাত্রবেলার প্রেম-ভালোবাসা, পারিবারিক বিষয় এবং ক্যারিয়ারে অভিষেক―নানা বিষয়ে জানতে চান নেটিজেনরা। এ নিয়ে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আলোচনাও দেখা যায়।

সম্প্রতি সোশ্যালে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবির সেই মানুষটি এখন টালিউড ইন্টাস্ট্রির জনপ্রিয় নায়িকা। পাশাপাশি একজন সংসদ সদস্যও (এমপি)। সিনেমা কিংবা রাজনীতির মাঠ দুর্দান্তভাবে দাঁপিয়ে বেড়ান তিনি। বিয়ে এবং সন্তান জন্ম নিয়ে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। তবে বারবার নিজের মনের চাওয়া অনুযায়ী সব করেছেন এই অভিনেত্রী।

অনেকে হয়তো ধারণা করতে পেরেছেন তার সম্পর্কে। ২০১১ সালে ‘শত্রু’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু তার। সবশেষ ‘স্বস্তিক সংকেত’ সিনেমায় দেখা গেছে। ইতোমধ্যে ‘জয়কালী কলকত্তেওয়ালী’, ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-এর মতো কাজ শেষ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিনি টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসের তারকা সংসদ সদস্য। বর্তমানে মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। সোশ্যালে সেসব ঘুরে বেড়ানোর নানা মুহূর্তের ছবিও শেয়ার করছেন তিনি। আর সম্প্রতি একটি ফ্যানপেজে তার ছোটবেলার ওই ছবিটি শেয়ার করা হয়। যা পরবর্তীতে অভিনেত্রী নিজেও শেয়ার দেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে।

এ অভিনেত্রীকে ব্যক্তিজীবন নিয়ে বেশি বিতর্কে পড়তে হয়েছে মহামারি করোনাভাইরাসের লকডাউনে। ওই সময় হঠাৎ করেই খবর আসে, মা হতে যাচ্ছেন নুসরাত। তখনও তার পরিচিতি ব্যবসায়ী নিখিল জৈনের স্ত্রী হিসেবে। কিন্তু হঠাৎ অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানান, অনাগত ওই সন্তানের বাবা তিনি নন।

এ কঠিন সময় নুসরাতের সঙ্গে যশ থেকেছেন। এমনকি হাসপাতালে সন্তান ডেলিভারির কঠিন সময়ও এ অভিনেতাই আগলে রেখেছেন তাকে। সন্তান ঈশানের জন্মের পর জন্মসনদ ভাইরাল হয়। জানা যায়, ঈশানের বাবা যশ। তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়, ২০২০ সালের শেষ দিকে বিয়ে করে নিয়েছেন নুসরাত-যশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d