দেশজুড়ে

ছাদ থেকে লাফ দিয়ে আমলা দম্পতির মেয়ের আত্মহত্যা

বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ভারতের এক আমলা দম্পতির মেয়ে। সোমবার (৩ জুন) ভোরে মুম্বাইয়ের রাজ্য সচিবালয়ের কাছে একটি ভবন থেকে লাফ দেন ২৭ বছরের ওই তরুণী। তার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সোমবার ভোর চারটায় ওই ভবনের ১০ তলা থেকে লাফ দেন সিনিয়র আমলা দম্পতি রাধিকা রাস্তোগির এবং বিকাশ রাস্তোগির মেয়ে লিপি রাস্তোগি। এ ঘটনার সঙ্গে সঙ্গে ওই তরুণীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত মৃত্যু হয়েছে তার।

এ ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। তরুণীর এমন পদক্ষেপ নেওয়ার কারণ উদঘাটনে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ।

প্রসঙ্গত, মৃত তরুণী লিপি রাস্তোগি আইনের ছাত্রী ছিলেন। হরিয়ানার একটি ল কলেজ থেকে এলএলবি পড়ছিলেন তিনি। বাবা বিকাশ রাস্তোগি মহারাষ্ট্র শিক্ষা বিভাগের প্রধান সচিব। মা রাধিকা রাস্তোগি রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব। সূত্রের খবর, পরীক্ষার ফল নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন লিপি। সেটিও আত্মহত্যার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মুম্বাই পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d