ছিনতাই চক্রের দুই সদস্য পুলিশের হাতে ধরা
চলন্ত গাড়ির যাত্রী ও বিভিন্ন পথচারীকে জিম্মি করে মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাই চক্র। পরে সেগুলো কম দামে কিনে নিয়ে সুযোগ বুঝে গ্রাহকদের কাছে বেশি দামে বিক্রি করে। ছিনতাইকৃত মোবাইল বিক্রি চক্রের এমন দুই সদস্যকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গতকাল নিউমার্কেট মোড়ের ট্রাফিক বক্সের পশ্চিম পাশে ফুটপাতের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মনির হোসেন (৩০) এবং মো. জমির উদ্দিন ওরফে লিটন (২৯)। এরমধ্যে কুমিল্লা তিতাস ৪ নম্বর ইউনিয়নের খরইকান্দি ভূঁইয়া বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে। তবে বর্তমানে চট্টগ্রাম নগরের খুলশীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে ভাড়া বাসায় থাকেন। আর জমির উদ্দিন চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের মো. নেজামের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, ‘সন্দেহজনকভাবে নিউমার্কেট মোড়ের ট্রাফিক বক্সের পশ্চিম পাশে ফুটপাতের উপর থেকে দুজনকে আটক করা হয়। পরে তাদের কথা সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি চালালে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোট ২৭টি মোবাইল সেট পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তারা বলেন, এসব মোবাইল বিভিন্ন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকেতে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। তাদের বিরুদ্ধে রাতেই (শনিবার) মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (রবিবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।