চট্টগ্রামরাজনীতি

‘জনতার সমর্থনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে আছে’

দেশের জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

শনিবার (২২ জুন) বিকেলে নগরের সিআরবি এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও প্রাচীণ সংগঠন। আপামর জনতার সমর্থনে আওয়ামী নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হচ্ছে। বাংলাদেশ এখন সারা বিশ্বের মধ্যে সুখী, সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে ব্যাপ্তি লাভ করেছে।’

এসময় তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের প্রতিটি নেতাকর্মীদের নিজ অবস্থান থেকে বৃক্ষরোপনের আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ. লীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা আশিষ চক্রবর্তী বাচ্চু, আইনুল ইসলাম চৌধুরী আবেদ, নেজাম উদ্দীন, অ্যাডভোকেট এএম কুতুব উদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মো. ইকবাল আহমেদ ইমু, পঙ্কজ রায়, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, মো. হাবিব খান, মো. সাব্বির চৌধুরী, তোফাজ্জেল হোসেন জিকু, শরিফুল ইসলাম, রেজাউল করিম বিলাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d