খেলা

জয়ে পেতে আজ যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান

চলমান বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিজেদের পঞ্চম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই হারে কোণঠাসা পাকিস্তান আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।

চলমান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয় দিয়েই মিশন শুরু করে ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসকে ৮১ রানে এবং শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় তারা। তারপরই ছন্দপতন হয় বাবর আজমদের। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে নিজেদের চতুর্থ ম্যাচে।

ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য ছিল পাকিস্তানের। কিন্তু বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হার বরণ করতে হয় তাদের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয় ও দুই পরাজয়ে পাকিস্তানের পয়েন্ট সংখ্যা চার। টেবিলে তাদের অবস্থান পঞ্চম স্থানে।

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে পাকিস্তান। তবে দুর্ভাগ্যবশত, হাঁটুর ইনজুরির কারণে ছিটকে পড়েছেন ফখর জামান। যা করাণে দলটির ওপেনিং কম্বিনেশন আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হকেই দেখা যাবে। ইমাম ও আবদুল্লাহ দুজনেরই লক্ষ্য থাকবে ওপেনার হিসেবে তাদের দুর্দান্ত ব্যাটিং ফর্ম অব্যাহত রাখা।

তিন নম্বরে সবার দৃষ্টি থাকবে পাক কাপ্তান বাবর আজমের দিকে। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান চার নম্বরে খেলবেন। পাঁচে-ছয়ে আজও থাকছেন সৌদ শাকিল এবং ইফতিখার আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮২ রান দেয়া উসামা মীর আজ আরেকটা সুযোগ পেতে পারেন বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে গত দুই ম্যাচে উইকেটহীন থাকা মোহাম্মদ নওয়াজের জায়গায় শাদাব খানকে ফিরিয়ে আনতে পারে টিম পাকিস্তান। এছাড়া হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলীদের নিয়ে থাকবে পাকিস্তানের পেস আক্রমণ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ :

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ/শাদাব খান, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী ও শাহীন আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d