জলদস্যুর কবল থেকে ইরানি নৌযান উদ্ধার
আরব সাগরে ৯ জন সশস্ত্র জলদস্যুর কবল থেকে একটি ইরানি মাছ ধরার নৌযান উদ্ধারের কথা জানিয়েছে ভারতের নৌবাহিনী।
ছিনতাই হওয়া নৌযানটি গত শুক্রবার উদ্ধার করা হয়। নৌযানটির সব নাবিক অক্ষত রয়েছেন।
শুক্রবার ভারতের নৌবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২৮ মার্চ জলদস্যুরা নিয়ন্ত্রণ নেওয়ার সময় ‘আল-কাম্বার ৭৮৬’ নামের নৌযানটির অবস্থান ছিল ইয়েমেনের সোকোত্রা দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।
নৌবাহিনী জানায়, যুদ্ধজাহাজ আইএনএস সুবেধা ও আইএনএস ত্রিশূল ছিনতাই হওয়া নৌযানটির গতিরোধ করে। পরে ১২ ঘণ্টার বেশি সময় ধরে ‘তীব্র চাপ প্রয়োগের কৌশলে’ জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করা হয়। নৌযানটির ২৩ পাকিস্তানি নাবিকের সবাই নিরাপদ আছেন।