জাতীয়

জাতীয় মানবাধিকার কমিশনের আহ্বান: ঢালাও মামলা ও গ্রেপ্তার বন্ধ করুন

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ঢালাওভাবে মামলা ও আসামি করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, প্রাণহানি ও হতাহতের ঘটনায় অতিরিক্ত ও অসঙ্গতিপূর্ণ মামলা দায়ের এবং নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ পাওয়া যাচ্ছে।

কমিশন উল্লেখ করেছে, অনেক ক্ষেত্রে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা, মনগড়া এজাহার দেওয়া এবং এমনকি প্রবাসীদেরও ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি ছোঁড়ার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এ ধরনের মামলায় শীর্ষস্থানীয় আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীদেরও জড়ানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

এর ফলে একদিকে যেমন নিহত ও আহতদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি অন্যদিকে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং সমাজে ভীতির সঞ্চার হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, “নির্বিচারে ও ঢালাওভাবে আসামি করে মামলা দায়ের কোনোভাবে কাম্য নয়। এটি অনৈতিক এবং মানবাধিকারের লঙ্ঘন।” তিনি সুনির্দিষ্ট অভিযোগ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মামলা করার আহ্বান জানিয়েছেন।

কমিশন মামলা হলেই যত্রতত্র গ্রেপ্তার না করারও আহ্বান জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতায় দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনগণের মানবাধিকার সুরক্ষিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d