অর্থনীতিচট্টগ্রামজাতীয়

জাহাজভাঙা শিল্পে টানা পাঁচবার শীর্ষে বাংলাদেশ

২০২২ সালে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক জাহাজ রিসাইকেল করে শীর্ষ অবস্থান অর্জন করেছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ টানা পঞ্চম বারের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ২০১৮ সালে ভারতকে টপকে বাংলাদেশ শীর্ষ অবস্থানে আসে। এরপর টানা পাঁচ বছর এই অবস্থান ধরে রেখেছে।

২০২২ সালে সারা বিশ্বে প্রায় ৭৫ লাখ ৩১ হাজার টন জাহাজ রিসাইকেল করা হয়। এরমধ্যে বাংলাদেশ একাই ২৮ লাখ ১ হাজার টন বা ৩৭ দশমিক ২ শতাংশ জাহাজ রিসাইকেল করে শীর্ষ স্থান দখল করে নিয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ‘আঙ্কটাড’ প্রকাশিত ‘রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০২৩’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানকে টপকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ভারত ৩২ দশমিক ৩ শতাংশ এবং পাকিস্তান রিসাইকেল করে ১৬ দশমিক ৯ শতাংশ জাহাজ। তালিকার চতুর্থ স্থানে থাকা তুরস্ক রিসাইকেল করে ৬ দশমিক ৩ শতাংশ এবং পঞ্চম স্থানে থাকা চীন রিসাইকেল করে ২ দশমিক ৪ শতাংশ জাহাজ। অন্যান্য দেশ রিসাইকেল করে ৫ শতাংশ জাহাজ।

এর আগে ২০২১ সালে বাংলাদেশ একাই ৪০ লাখ ২৫ হাজার টন জাহাজ রিসাইকেল করে। যা মোট জাহাজ রিসাইক্লিংয়ের ৫২ দশমিক ৪ শতাংশ। সে বছর পাকিস্তান ১৯ দশমিক ৯ শতাংশ, ভারত ১৭ দশমিক ৩ শতাংশ, তুরস্ক ৬ দশমিক ৮ শতাংশ এবং চীন শুন্য দশমিক ৯ শতাংশ জাহাজ রিসাইকেল করে। ওই বছর এই পাঁচটি দেশের বাইরে অন্যান্য দেশ মাত্র ২ দশমিক ৮ শতাংশ জাহাজ রিসাইকেল করে।

এদিকে সদ্য প্রকাশিত ‘আঙ্কটাডের’ তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ ১৪ লাখ ১১ হাজার টন ওয়েল ট্যাংকার, ১১ লাখ ৪৮ হাজার টন বাল্ক ক্যারিয়ার, ৫৫ হাজার টন ফেরি ও প্যাসেঞ্জার শিপ, ৫৩ হাজার টন কেমিক্যাল ট্যাংকার, ৩১ হাজার টন জেনারেল কার্গো শিপ, ২২ হাজার টন অফশোর সাপ্লাই, ১৫ হাজার টন কনটেইনার শিপ, ১৩ হাজার তরল গ্যাসবাহী শিপ এবং ৫২ হাজার টন অন্যান্য শিপ রিসাইকেল করে।

সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক মন্দাবস্থার মধ্যেও দেশের প্রায় পঞ্চাশটি সক্রিয় শিপ রিসাইক্লিং ইয়ার্ড সুনামের সাথে বিশ্ব দরবারে তাদের অবস্থান ধরে রেখেছে। গ্রিন শিপইয়ার্ড স্থাপন ও দক্ষ জনবলের মাধ্যমে দেশের সুনাম ছড়িয়েছে বহির্বিশ্বে। যথাযথ পদক্ষেপ গ্রহণ ও সরকারি সহযোগিতার কারণে শিপ রিসাইক্লিং শিল্প আজ দেশের অন্যতম গুরুত্বপূণ খাত। কারণ উচ্চ মূল্যের কাঁচামাল আমদানির পরিবর্তে দেশের ইস্পাত শিল্পের জন্য লোহার যোগান দেওয়ার উৎস এখন এই শিপ রিসাইক্লিং ইয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d