জাহাজে অবৈধভাবে যাওয়া ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর
চট্টগ্রাম বন্দর থেকে জাহাজযোগে অবৈধভাবে সিঙ্গাপুর যাওয়া লিটনকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ। গত ২৬ সেপ্টেম্বর তিনি বন্দরের জেনারেল কার্গো বার্থ-জিসিবিতে থাকা জাহাজ হাইয়ান ডিউতে করে সিঙ্গাপুর যান।
পরে সিঙ্গাপুরে নেমে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সেখানকার বন্দর কর্তৃপক্ষ তাকে নামতে না দিয়ে একই জাহাজে আবার চট্টগ্রাম পাঠিয়ে দেয়। জাহাজটি বৃহস্পতিবার (৫ অক্টোবর) বন্দরে পৌঁছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা পরিচালক লে. কর্নেল মোস্তফা আরিফ উর রহমান।
লিটন যে বার্থ থেকে জাহাজে ওঠে সেখানকার অপারেটর ফজলি অ্যান্ড সন্স। কিভাবে এ ঘটনা ঘটল এবং জাহাজের লোকজন কেন তাকে দেখেনি বা নামিয়ে দেয়নি এ নিয়ে ভেতরে ভেতরে চলছে তোলপাড়। লিটনের বিদেশ যাওয়ার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে বের করার তাগিদ বন্দর সংশ্লিষ্টদের।