জেলা পরিষদে উপ-নির্বাচন, চন্দনাইশে পাঁচ প্রার্থী বৈধ
আগামী ২৭ জুলাই চট্টগ্রাম জেলা পরিষদের ১১ নং সাধারণ ওয়ার্ড (চন্দনাইশ) এর সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে এ ভোট গ্রহণ হবে। আগামী ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে পর দিন ১১ জুলাই।
এদিকে নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার (৫ জুলাই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থীরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান চেয়ারম্যান, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. শেখ টিপু চৌধুরী, চন্দনাইশ আওয়ামী যুবলীগের আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম, জাতীয় শ্রমিক লীগ চন্দনাইশ উপজেলার সভাপতি মো. মাহমুদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী ।
চন্দনাইশ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. রাকিবুজ্জামান রেনু বলেন, ‘উপ-নির্বাচনে একমাত্র সাধারণ সদস্য পদের বিপরীতে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ের পর চেয়ারম্যান সবাইকে বৈধ ঘোষণা করেছেন।