রাজনীতি

জেলা পিপি’র উদ্যোগে মেহেরপুরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরের মুজিব নগরে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে ১২০ জন আইন কর্মকর্তা ও সিনিয়র আইনজীবী।

শনিবার (৪ নভেম্বর) সকালে স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পন করেন।

অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে স্মৃতিসৌধে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ, সিডিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন আক্তার মোস্তাক, অ্যাডভোকেট অশোক দাশ, অ্যাডভোকেট আইয়ুব খান, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম বজলুর রশিদ মিন্টু, বিশেষ পিপি (সাইবার ট্রাইব্যুনাল) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, বিশেষ পিপি (নারী ও শিশু ) অ্যাডভোকেট মো. মুহিবুল্লাহ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট চন্দন তালুকদার, অ্যাডভোকেট সামশুদ্দিন টিপু, এজিএস অ্যাডভোকেট মো. ইমরান উদ্দিন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মহসিন, অ্যাডভোকেট তপন কুমার দাশ, অ্যাডভোকেট ভবতোষ নাথ, অ্যাডভোকেট ফখরুদ্দিন জাবেদ, অ্যাডভোকেট মাহতাব উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান রুবেল, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট হাদী হাম্মাদ উল্লাহ, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট আরমান শাহ, অ্যাডভোকেট বিবেকানন্দ দাশ, অ্যাডভোকেট নুর জাহান মুনা, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা প্রমুখ।

এসময় শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এই জাতিকে মুক্তির সংগ্রামে সম্মুখ সমরে প্রস্তুত করেছিলেন। ৭ই মার্চের ভাষণের মাধ্যমে মুক্তির সংগ্রামের চুড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। যা বাঙালি জাতির স্বাধীনতার টার্নিং পয়েন্ট। আজ আমাদের শপথ নিতে হবে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোন সাম্প্রদায়িক অপশক্তি, স্বৈরাচার কিংবা পশ্চিমা ধ্যানধারণার লালিত এই দেশীয় দোষররা যাতে ধ্বংস করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d