পার্বত্য চট্টগ্রাম

ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং কাপ্তাই

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে আসতে প্রচার প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৬ মে) ও সোমবার (২৭ মে) কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে কাপ্তাই তথ্য অফিস। বিশেষ করে কাপ্তাই লক গেট, নতুন বাজার, ঢাকাইয়া কলোনিসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের ব্যাপক আশঙ্কা রয়েছে। তাই এসব জায়গাগুলোতে বেশি প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

এবিষয়ে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন বলেন, ‘রেমাল ও ঘূর্ণিঝড় পরবর্তী ভারী বর্ষণে পাহাড় ধস মোকাবিলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রেমাল পরবর্তী ভারী বর্ষণে পাহাড় ধস মোকাবিলায় ২৬ মে বেলা ১১টায় প্রস্তুতি সভা করেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যানদের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমরাও মাঠে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d