টানেল সড়কে গাড়ি থামিয়ে সেলফি, দুর্ঘটনায় আহত ৬
চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে টানেল সংযোগ সড়কের মাঝপথে প্রাইভেটকার থামিয়ে সেলফি নেওয়ার সময় নিয়ন্ত্রণহীন সিএনজি অটোরিকশা এসে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে; এতে গুরুতর আহত হয়েছেন ৬ জন।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার কাজী বাড়ির বাসিন্দা সিএনজি অটোরিকশাচালক মো. সিহাব (২২), অটোরিকশার যাত্রী আফরান (১৯) সামীর মাহমুদ (২০) ও তানভীর (২৫)। তারা পারকি সৈকতে ইফতার পার্টি শেষে বাড়িতে ফিরছিলেন।
অপরদিকে সড়কে কার থামিয়ে সেলফি নেওয়া আরজি (২৩) ও মিছবাহ (২৬) নামে দুইজনও গুরুতর আহত হন। তারা সন্দ্বীপের স্থায়ী বাসিন্দা। তবে এখন চট্টগ্রাম শহরে বসবাস করেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার উচ্ছ্বাস কারণ বলেন, এই দুর্ঘটনার ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত তানভীরের চাচাতো ভাই কাজী শাহরিয়ার তানিক বলেন, কারটি শহর থেকে টানেল হয়ে আনোয়ারা প্রান্তে এসেছে। তারা সড়কের মাঝপথে গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে ছবি তুলছিল। এদিকে সিএনজির গতি বেশি থাকায় কারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, এই ঘটনায় আমরা এখনো কোনও অভিযোগ পাইনি।