টিয়াফোকে হারিয়ে সিনসিনাটি চ্যাম্পিয়ন সিনার
যুক্তরাষ্ট্রের ফ্রান্সে টিয়াফোর বিপক্ষে প্রথম সেটে লড়তে হয়েছে ইয়ানিক সিনারকে। ট্রাইবেকারে গিয়ে জিততে হয় তাকে।
পরের সেটে অবশ্য দাপট দেখালেন ইতালিয়ান টেনিস তারকা। টিয়াফোকে উড়িয়ে প্রথমবারের মতো সিনসিনাটি ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি।
আজ যুক্তরাষ্ট্রের ওহাইওতে টিয়াফোর বিপক্ষে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে জেতেন সিনার। একইসঙ্গে গড়েন এক দারুণ রেকর্ডও। সবচেয়ে কম বয়সী হিসেবে সিনসিনাটি চ্যাম্পিয়ন এখন তিনি। এর আগের রেকর্ডটি অ্যান্ডি মারের। ২০০৮ সালে ২১ বছর বয়সে তিনি চ্যাম্পিয়ন হন।
ইনজুরি নিয়ে খেলতে এসেছিলেন সিনার। তবে এটি খুব একটা বাধা হয়ে দাঁড়ায়নি। এ নিয়ে মৌসুমে পঞ্চমবারের মতো জিতলেন গ্র্যান্ড স্ল্যাম। এই শিরোপাজয় করে সিনারের চোখ এখন ইউএস ওপেনে। নিউইয়র্কে আগামী সোমবার থেকে শুরু হবে এবারের আসর।