খেলা

টি-টোয়েন্টিতেও আজ প্রথম জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ

চলতি বছর আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে সাতটিতেই। হার কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে। সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলেছে ঘরের মাঠে। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটা তাই ভিন্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। যেখানে ৯টি টি-টোয়েন্টি খেলেও কোনো জয় নেই বাংলাদেশের।

অধরা সেই জয়ের খোঁজে নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ বুধবার (২৭ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সঙ্গী ছিল টানা ১৬ ম্যাচে হার। সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। সেটি না হলেও শেষ ওয়ানডেতে কিউইদের মাটিতে তাদের বিপক্ষে অধরা জয় পায় সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে একই মাঠে। যা আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে।

হাথুরুসিংহে বলেন, এই মাঠেই বাংলাদেশ সর্বশেষ ওয়ানডেতে জিতেছিল। টি-টোয়েন্টিও শুরু হবে এখানে। উইকেট একইরকম দেখলাম। তা ছাড়া, ফরম্যাট ভিন্ন হলেও এই জয় ছেলেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

এর আগে আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেটা পারি সেটাই করার চেষ্টা করব। মাঠে একটা দল হয়ে খেলার চেষ্টা করব। দলগতভাবে খেলা খুব গুরুত্বপূর্ণ। আজকে একটা ভালো অনুশীলন সেশন ছিল। সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয়, সবাই দলগতভাবে পারফর্ম করতে মুখিয়ে আছে। আশা করছি আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) সবাই মিলে একটি ভালো ম্যাচ খেলব।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d