টেইলারিং কোর্স নারীদের স্বাবলম্বী করবে: সুজন
প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্স নারীদের স্বাবলম্বী করবে বলে মন্তব্য করেছেন দারুল উলুম কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
আজ বুধবার (৮ মে) সকালে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।
সুজন বলেন, আমাদের দেশের নারীরা এখন পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরাও এখন পরিবারের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য সর্বক্ষেত্রে অবারিত দ্বার উন্মোচনের সুযোগ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের পরিচালক উম্মে মাকনুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বারই।