কক্সবাজার

টেকনাফে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ সোহেল নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) রাতে হ্নীলা ইউপির উলুচামারি থেকে এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনি।

তিনি জানান, রোববার রাতে হ্নীলা ইউপির উলুচামারি কোনারপাড়া ৬ নম্বর ওয়ার্ডস্থ আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় অস্ত্রধারীরা ডাকাতির উদ্দেশে প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০/১১ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একই ইউপির ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পানখালী মইন্যার জুম এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সোহেলকে (২৩) গ্রেফতার করা হয়।

এ সময় অন্য ডাকাতরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে সোহেলের দেহ তল্লাশি করে ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি), উভয় পাশ ধারালো ১টি চাকু, ১টি দা, ২টি লোহার রড জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d