টেকনাফে পোটলায় মিলল ৫০ হাজার ইয়াবা
জেলার টেকনাফেরর সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ জুন) দিনগত রাতে টেকনাফ ২ বিজিবির অধীনস্থ সাবরাং বিওপির সদস্যরা এ অভিযান চালান।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মাদকের একটি চালান জিন্নাখাল এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে এমন গোপন তথ্য পেয়ে সাবরাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল সেখানে অভিযান চালায়। রাত প্রায় ১০টার দিকে বিজিবি টহলদল দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে আসতে দেখে। তাদের হাতে একটি পোটলা ছিল এবং গতিবিধি সন্দেহজনক মনে হলে দাঁড়ানোর সংকেত দেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পোটলাটি ফেলেই তারা পালিয়ে যান। পরে ওই পোটলা থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আরও জানানো হয়, গভীর রাত পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।