কক্সবাজার

টেকনাফে ২৩ হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার

টেকনাফের নয়াপাড়া থেকে ২৩ হাজার ইয়াবাবোঝাই কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার মধুপুর থানার গোলাবাড়ি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মো. শহর উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৫) এবং একই জেলার গোপালপুর থানার গোলপেছা এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মো. রুবেল মিয়া (২৩)।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে হ্নীলা ইউপির নয়াপাড়ার এনএফ অটো এলপিজি ফিলিং স্টেশনের উত্তর পাশে টেকনাফ-কক্সবাজারগামী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী। তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির নয়াপাড়ার এনএফ অটো এলপিজি ফিলিং স্টেশনের উত্তর পাশে টেকনাফ-কক্সবাজারগামী সড়কে অবস্থান নেয় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কার্ভাডভ্যান থেকে নেমে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে কাভার্ডভ্যান থেকে লাল-কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি, উদ্ধার ইয়াবা ও জব্দ করা গাড়িসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d