কক্সবাজারচট্টগ্রাম

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ কিশোর আটক

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকা থেকে চার কোটি টাকার ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন (১৪) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাব-১৫। উদ্ধার ইয়াবার পরিমাণ ১ লাখ ৩০ হাজার।

রবিবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আরও একজন মাদককারবারি পালিয়ে যায়। সোমবার র‌্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক মো. রিয়াজ উদ্দিন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিল এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। অভিযানে এক কিশোরকে আটক করা হয়। আরেক সহযোগী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d