কক্সবাজারচট্টগ্রাম

টেকনাফে ৯০ হাজার মিটার কারেন্টজাল ও দেড়টন জাটকা জব্দ

টেকনাফে বিভিন্ন মাছঘাটে দিনব্যাপী অভিযানে ৯০ হাজর মিটার কারেন্ট জাল ও প্রায় দেড় মেট্রিকটন জাটকা জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ জুন) টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী এই অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. দেলোয়ার হোসেন। সহযোগিতা প্রদান করে নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড ও টেকনাফ মডেল থানার টিম।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d