টেকনাফ বর্ডার হয়ে আরও ১৩ বিজিপি সদস্যের অনুপ্রবেশ
টেকনাফ সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৮এপ্রিল) রাতে টেকনাফ নাফনদী সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। পরে তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, নাফনদী সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে, এইসময় তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে কোস্টগার্ড বিজিপি সদস্যদেরকে বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নিকট হস্তান্তর করে। বর্তমানে সর্বমোট ২৭৪ জন আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান গ্রহণ করছে।