ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (৬ মার্চ) সকাল ১১টার সময় উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালের সামনে দ্রুতগামী ট্রাক এসে অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন নাম উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ-৫ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে মৌলভী ইদ্রিস (৪৭)।
আহতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে গাড়িচালক খায়রুল বাশার (৪০),উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -১ ইস্টের বাসিন্দা আব্দুল বাশার এর ছেলে নুরুল আমিন (৫০),একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ(২০), উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহাম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও অলি আহমদের ছেলে নুর হাসিম (১২)।
গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন। দুঘর্টনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়।