ট্রিপল মার্ডারের ঘটনায় ১০ আসামি কারাগারে
চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় করা মামলায় ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঁঞা এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- কেফায়েত উল্ল্যা (৪৫), আলতাফ হোসেন (৪৮), নুর উদ্দিন (৪৩), জুয়েল (২৮), জাফর উল্ল্যা (৫২), নোমান ছিদ্দিক প্রকাশ জাহাঙ্গীর (৪০), খলিল (৩৫), খবির উদ্দিন (৫২), নিজাম উদ্দিন (৪০) ও গোলাম মওলা (৫০)।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বিভাগীয় স্পেশাল পিপি ও বাদী পক্ষের আইনজীবী রুবেল পাল জানান, সন্দ্বীপে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দাবি করা চাঁদা না পেয়ে অস্ত্রসস্ত্র নিয়ে জেলেদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তখন ৬ জন গুলিবিদ্ধ হলে তার মধ্যে তিনজন মারা যান। বাকি তিনজন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন। এই ঘটনায় অভিযুক্ত ১০ জন হাইকোর্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন।