খেলা

ট্রিপল সেঞ্চুরিতে রিফাতের ইতিহাস

দেশের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৮৩ বলে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই ওপেনার।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টটির সেমিফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে ঢাকা মেট্রো। বিকেএসপির দলনেতা তাফসির আরাফাত সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। এ ছাড়া তিনটি উইকেট পেয়েছেন ফারহান শাহরিয়ার।

জবাবে ব্যাট করতে নেমে রিফাতের ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৫৪৯ রানে থেমেছে বিকেএসপির প্রথম ইনিংস। বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়ার দিনে ৬৫০ মিনিট ব্যাট করে ৩২০ রানে অপরাজিত থাকেন রিফাত। তার ইনিংসটি সাজানো ছিল ২৯ চার ও ৪ ছয়ের মারে। রিফাতের ব্যাটে ভর করে প্রথম ইনিংস শেষে ৪০৬ রানের পাহাড়সম লিড পায় বিকেএসপি।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রো কোনো উইকেট না হারিয়ে ৮১ রান করেছে। তারা এখনো পিছিয়ে আছে ৩২৪ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d