ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে মুরগি ও গরুর মাংস!
কর্ণফুলী উপজেলার কিউর পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টার নামক একটি ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবে রান্না করা গরু ও মুরগির মাংস পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নাওশেদ রিয়াদ এ অভিযান পরিচালনা করেন।
এতে ডায়াগনস্টিক সেন্টারটির ল্যাব ও রেডিওলজি ডিপার্টমেন্ট সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সতর্ক করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ।
কিউর পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টার ল্যাবের পরিচালক টিটু কুমার দে বলেন, ‘ল্যাবের ফ্রিজে পাশের দোকানদারেরা আমাদের অজান্তে রান্না করা মাংস রেখে যা আমরা জানি না।’ এ সময় উপস্তিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারী ও ডা. আশফাক হোসেন, ল্যাব টেকনোলজিস্ট ডা. সরোয়ার কামাল।
ডা. এস এম নাওশেদ রিয়াদ বলেন, কিউর পয়েন্ট ল্যাবের ফ্রিজে রান্না গরু ও মুরগির মাংস পাওয়া গেছে। তা ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও টেকনোলজিস্ট না থাকায় ল্যাব ও রেডিওলজি ডিপার্টমেন্ট বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযানে অব্যাহত থাকবে।