ডিসি-এসপিদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি
মাঠ পর্যায়ে নানা তথ্যের ভিত্তিতে ইউএনও-ওসিদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ডিসি-এসপিদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভার পর এ কথা জানান তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, মাঠ পর্যায়ে নানা তথ্যের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ডিসি-এসপিদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে কোনো সিদ্ধান্ত নেয়া হলেও তা অসম্ভব কিছু না বলেও জানান তিনি। বলেন, সেনা মোতায়েন সম্পর্কে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।
এদিকে স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা ঘাটতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের সব স্তরকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান। কোথাও কোনো ঘাটতি দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অশোক কুমার দেবনাথ।