স্বাস্থ্য

ডেঙ্গুঃ সারাদেশে একদিনে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৬২ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন দুইজন। চলতি বছর এ নিয়ে সারা দেশে ডেঙ্গুতে ১ হাজার ৬৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯৫৪ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়াদের একজন ঢাকার। আর নতুন ভর্তি রোগীদের মধ্যে ৯৪ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। বাকি ২৬৮ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে। শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪১২ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী মাসের হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ৯ দিনে ভর্তি ৪ হাজার ৮৮২ জন রোগী।

মৃত্যু হয়েছে- জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের এবং ডিসেম্বরের প্রথম নয় দিনে মৃত্যুর হয়েছে ৩০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d