জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কমেছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এরা দুইজনই ঢাকার সিটির বাইরের। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৬১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭০৬ জন মারা যান।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৭৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৬ জন এবং সারাদেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২৭৯ জন ছাড়পত্র পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d