ড. ইউনূসের পদত্যাগ চান গ্রামীণ কমিউনিকেশনসের শ্রমিকরা
ড. ইউনূসের পদত্যাগ চান গ্রামীণ কমিউনিকেশনসের শ্রমিকরা
সোমবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে গ্রামীণ টেলিকম ভবনের বাইরে ৮ দফা দাবিতে এ মানববন্ধন করেন প্রতিষ্ঠানের শ্রমিকরা।
এসময় তারা অনিয়ম ও নির্যাতনের অভিযোগ এনে গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের কথাও বলেছেন শ্রমিকরা।
গ্রামীণ কমিউনিকেশনসের কর্মী ও সংগ্রামী পরিষদের নেতা জাহিদ মোল্লা বলেন, ৬০ বছরের ঊর্ধ্ব কোনো লোকের প্রতিষ্ঠানে চাকরি থাকার কথা না। কিন্তু ড. ইউনূস নতুন নতুন পদ সৃষ্টি ও একাধিক ৬০ ঊর্ধ্ব লোককে প্রতিষ্ঠানে রেখেছেন। আমরা ইউনূসসহ এসব লোকদের পদত্যাগ চাই। জাহিদ মোল্লা আরো বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, গ্রামীণ কমিউনিকেশনস আলাদা প্রতিষ্ঠান। কেননা গ্রামীণ ব্যাংক আমাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে। আমরা প্রায় ৯৩৫ শ্রমিক চাকরি হারানোর ভয়ে আছি।
এসময় পুনরায় অডিট করে শ্রম আইন মোতাবেক ট্রাস্ট্রি বোর্ড গঠন, শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু থেকে বকেয়া প্রদান, শ্রম আইন মোতাবেক অধিকাল ভাতা (ওভার টাইম হিসেব করে) সমূদয় অর্থ প্রদান, ট্রেড ইউনিয়ন করার দায়ে চাকরিচ্যুত আটজন শ্রমিকের চাকরি ফেরতসহ কর্মী ছাটাই হলে ক্ষতিপূরণ বাবদ কমপক্ষে ১০ বছরের ক্ষতিমূল্য প্রদান করার দাবি জানান তারা। সম্পাদনা: তারিক আল বান্না