জাতীয়

ঢাকায় রাজনৈতিক সহিংসতায় সাত দেশের উদ্বেগ

ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন।রোববারের সহিংসতার ঘটনায় হতাহতদের জন্য সমবেদনা জানিয়েছে মিশনগুলো।

সোমবার দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে সই করেছে।

এ সাত দেশ বিবৃতিতে জানিয়েছে, ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতায় নিহত ও আহতদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।

বিশ্বে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহবান প্রধানমন্ত্রীরবিশ্বে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহবান প্রধানমন্ত্রীর
এতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সকল পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d