জাতীয়

ঢাবিতে গণত্রাণ সংগ্রহ বন্ধ হচ্ছে আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ বন্ধ করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সমন্বয়ক আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

বিকেল ৫টায় টিএসসিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

আব্দুল কাদের বলেন, আমরা আগেই শুকনো খাবার নেওয়া বন্ধ করেছিলাম। এরপর নগদ অর্থ সংগ্রহ বন্ধ করেছি। আজ থেকে ভারী খাবারসহ আর কোনো দ্রব্য নেওয়া হবে না। আমরা সব গুছিয়ে এ কার্যক্রমটি শেষ করব।

তিনি বলেন, আমাদের সংগৃহীত টাকার অবশিষ্ট সরকারি ফান্ডে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের সহযোগিতায় সেনাবাহিনীসহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরও বলেন, আমরা অধিকাংশ জিনিসই বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দিয়েছি। টিএসসি ও ডাকসু ক্যাফেটেরিয়ায় কিছু পানিসহ টুকটাক জিনিসপত্র অবশিষ্ট আছে। সেসবও আমরা পৌঁছে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d