খেলা

তামিমের ভূমিকা নিয়ে মুখ খুললেন বোর্ড সভাপতি

গতকাল তামিম ইকবালকে সঙ্গে নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এনিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বোর্ড সভাপতি।

রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের বোনাস দেওয়ার পর সাংবাদিকেরা তাকে এ প্রশ্ন করেন। তিনি উত্তরে বলেছেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’

পরে যোগ করেন, ‘এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল-এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।’

তামিম যে এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেননি, সেটি উল্লেখ করে ফারুক আহমেদ বলেছেন, ‘আপাতত ক্রিকেটার হিসেবেই এসেছেন তামিম। সে কী অবসর নিয়েছে নাকি?’

ক্রিকেটারদের বোনাসের প্রসঙ্গে ফারুক আহমেদের বক্তব্য, ‘আপনারা সবাই জানেন, আজকে ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের ফলাফলের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজকে তিনি বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন। আপনারা জানেন, কালকে দল ভারত সফরে চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সফর। এ জন্য মূলত আজ এ আয়োজন।’

বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যায় ক্ষতিগ্রস্তের দিতে চান বলে জানান বিসিবি সভাপতি। তার কথা, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এত ছাত্র-জনতা স্ট্রাগল করছে…২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d